13.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

আবারও পাঞ্জাবে ফিরলেন ম্যাক্সওয়েল

print news

অনলাইন ডেস্ক : সৌদি আরবের জেদ্দায় চলছে আইপিলের মেগা নিলাম। দুই দিনব্যাপী এই নিলামের প্রথম দিন আজ। প্রথম দিনে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। অজি এই অলরাউন্ডারকে দলে ভেড়াতে ৪ কোটি ২০ লাখ রূপি খরচ করতে হয়েছে পাঞ্জাবকে।

ম্যাক্সওয়েল অনেকটা পাঞ্জাবের ঘরের ছেলে। এর আগে দুই দফায় ৫ মৌসুম পাঞ্জাবের হয়ে খেলেছেন এই মারকুটে ব্যাটার। সবশেষে আসরে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালুরুর হয়েছে খেলেছিলেন তিনি। অবশেষে আবারও পাঞ্জাবেই ফিরলেন ম্যাক্সওয়েল।

এই নিলামে শ্রেয়াস আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ রূপিতে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। যা ছিল আইপিএল ইতিহাসে সর্বোচ্চ। তবে এই রেকর্ড টিকেনি ৩০ মিনিটও। তার রেকর্ড ভেঙেছেন ঋষভ পন্থ।

ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটারকে ২৭ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লখনউ সুপার জায়ান্টস। যা আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড। ধারণা করা হচ্ছে, এটাই এবারের আইপিএল নিলামের সর্বোচ্চ দাম হবে।

আইপিএলের দুই দিনব্যাপী মেগা নিলামে উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। আজ তোলা হবে মাত্র ৮৪ জনকে। নিলাম থেকে মোট ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি দল। তাদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ