13.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

যান চলাচল নিয়ন্ত্রণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৮ দাবি

print news

অনলাইন ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের আফসানা করিম রাচি নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত্যু ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. ইউসুফ বলেন, ‘রাত পৌনে ৮টার দিকে ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি মুখে মারাত্মকভাবে আঘাতে পেয়েছেন।’

এদিকে আফসানার নিহত হওয়ার ঘটনায় ক্যাম্পাসের যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন ও সার্বিক নিরাপত্তাসহ ৮ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার নেতাকর্মীরা।

এদিন রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিলটি বের করেন তারা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছেন। উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তারা আটদফা দাবি জানিয়েছে।

তাদের দাবিগুলো হলো- ২৪ ঘণ্টার মধ্যে এই কাঠামোগত হত্যাকাণ্ডের যথাযথ বিচার করতে হবে, পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, ফুটপাথ, ও স্পিড ব্রেকার স্থাপন করতে হবে এবং যানবাহন স্পিডমিটার বাস্তবায়ন করতে হবে, নিহতের পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, মেডিকেল সেন্টারের জরুরিসেবার মানোন্নয়ন করতে হবে, রেজিস্ট্রেশনবিহীন সকল যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, সকল রিকশাচালকদের প্রশিক্ষণপূর্বক রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে, অদক্ষ নিরাপত্তাকর্মীদের প্রত্যাহার করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো সচল করতে হবে।

অন্যদিকে রিকশা দুর্ঘটনায় জাবি শিক্ষার্থীর মৃত্যুতে শোক জানিয়েছে ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। মঙ্গলবার রাতে সংগঠনটির প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাকি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন তারা।

শোক বার্তায় জাবি ছাত্রশিবির সভাপতি হারুনুর রশিদ বলেন, ‘মার্কেটিং বিভাগের নবীন ব্যাচের শিক্ষার্থী আফসানা রাচির মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন মেধাবী শিক্ষার্থীকে হারালো। তার পরিবারের জন্য এ ক্ষতি অপূরণীয়। বিশ্ববিদ্যালয়ে যখন সে বড় স্বপ্ন নিয়ে কেবলই ভর্তি হলো, তখনই অপ্রত্যাশিত এই দুর্ঘটনায় তাকে বিদায় নিতে হলো। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ক্যাম্পাসে প্রয়োজনীয় রাস্তাঘাট সংস্কার, যানবাহনের গতি ও সংখ্যা নিয়ন্ত্রণের আহ্বান জানাচ্ছি। আমরা এই ঘটনার পেছনে প্রশাসনিক কোনো অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা এবং অভিযুক্তদের অতি সত্বর তদন্তের আওতায় নিয়ে আসার জোর দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) এম. মাহফুজুর রহমান বলেন, ‘একজন শিক্ষার্থী যে একমাস আগে বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে এসেছে তার এই স্বপ্নের মৃত্যু খুবই দুঃখজনক। এরকমভাবে কারও মৃত্যুই কাম্য নয়। আমরা শোকাহত। নিহত শিক্ষার্থীর পরিবারের সাথে কথা হয়েছে। আমার সহকর্মী উপ-উপাচার্য (প্রশাসন) হাসপাতালে গেছেন। একইসাথে অভিযুক্ত রিকশাচালককে শনাক্ত করার প্রক্রিয়া চলছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বোচ্চ দ্রুততম সময়ের মধ্যে কাজ করছি।’

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ