17.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি রাজশাহীতে

print news

সারোয়ার জাহান বিপ্লব : রাজশাহীতে সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম। আগের মতই চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরণের সবজি।  মঙ্গলবার রাজশাহীর বিভিন্ন জায়গায় সবজি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে প্রতি কেজি বেগুন ৬০ টাকা, আলু ৭৫ টাকা, পটল ৫০ টাকা, কপি ৮০ টাকা, মুলা ৫০ টাকা, পালং শাক ৮০ টাকা, সিম ১০০ টাকা, টমেটো ১২০ টাকা পেঁয়াজ ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ চড়া দামে সবজি কিনতে গিয়ে চরম বেকায়দায় পড়ছেন ক্রেতারা। অন্যান্য বছর নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শীতকালীন সবজির দাম কমতে শুরু করে।

এবার নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পার হলেও সবজির দাম কমার কোন লক্ষণ নেই, উল্টো বেড়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার ৯৫০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। উপজেলা কৃষি অফিসের উপ-উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বলেন, চলতি মৌসুমে অধিক বৃষ্টিপাতের কারণে অনেক সবজি ক্ষেত নষ্ট হয়েছে, এ কারণে সবজির দাম কমছে না।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ