নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ মহানগর যুব লীগের উদ্যোগে শহরের মাসকান্দা থেকে পলিটেকনিক ইনস্টিটিউট পর্যন্ত এক ঝটিকা বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলের স্থায়িত্ব ছিল প্রায় ৮-১০ মিনিট। মিছিলকারীরা মিছিল শেষে দ্রুত সেখান থেকে যার যার মতো চলে যায় বলে জানা যায়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম। এছাড়া ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন বলে জানা যায়।
ঝটিকা মিছিলকারীরা কোনো কিছু ভাঙচুর করেনি এবং মিছিল থেকে পুলিশ কাউকে গ্রেফতার করতে পরেনি। মহানগরের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা যায়।