21.6 C
Rajshahi
রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

রাজধানীতে কুড়িয়ে পাওয়া ককটেলে এক শিশুর আহত

print news

আব্দুল্লাহ আল মোত্তালিব স্টাফ রিপোর্টার : রাজধানীর শনির আখড়া জাপানি বাজার ৪ নং গলি এলাকার একটি বাসায় ককটেল বিস্ফোরণে নরুল ইসলাম (০৮) শিশু আহত।

রবিবার (০২ ফেব্রুঃ) বিকেল ৫ টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে সন্ধ্যা ৬টার দিকে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ডান হাতের পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়।

তাকে নিয়ে আসা প্রতিবেশী বিজয় বলেন, বিকেলে শনিআখরা জাপানি বাজার ৪ নম্বর গলি এলাকায় থেকে একটা লাল টেপ দিয়ে মোড়ানো প্লাস্টিকের একটি বল পায়। পরে ওই বল দিয়ে খেলার সময় হঠাৎ বিস্ফোরণ হয়।এবং ডান হাতের আঙ্গুলগুলো সব ঝলসে যায়,পরে আহত অবস্থায় আমি ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসা করেন। অতঃপর উন্নত চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।

তিনি আরো বলেন, ওই শিশুর গ্রামে বাড়ি, ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার চর ফরিদপুর গ্রামের সন্তান।বর্তমানে,যাত্রাবাড়ী শনির আখড়া এলাকায় থাকতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে বলে,
শনিরআখড়া থেকে এক শিশু ককটেল বিস্ফোরণ হয়ে ঢাকা মেডিকেলে আসেন, তার ডান হাতের আঙ্গুল ঝলসে গেছে, ঢাকা মেডিকেল প্রাথমিক চিকিৎসা দিয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ