নিউজ রাজশাহী ডেস্ক : বিজ্ঞানের উৎকর্ষ সাধনে রাজশাহীর পবা উপজেলায় দুই দিন ব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন নয়া উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২০টি স্টল স্থান পেয়েছে। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ধারণা থেকে উদ্ভাবিত করা প্রজেক্ট ডেমো প্রদর্শন করছেন।
এতে বিজ্ঞান মনোস্ক ছাত্র-ছাত্রীদের উৎসাহ উদ্দীপনা ছিল বেশ আগ্রহের। উপজেলা নির্বাহী অফিসার সহ জ্ঞানী গুনি ব্যক্তি ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত হয়ে বিজ্ঞান স্টলগুলো পরিদর্শন করছেন। এর আগে তিনি উক্ত মেলা উদ্বোধন করেন।
উপজেলার অন্যান্য দের মধ্যে স্টলে পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান, বীর মুক্তিযোদ্ধা এসএম কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার জহুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা নির্বাচন অফিসার মতিউর রহমান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সামসুন্নাহার,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, হড়গ্ৰাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী মোর্শেদ, নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামাণিক, বায়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফসার আলী, উপজেলার উপ-প্রশাসনিক অফিসার সেলিম রেজা,পবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম প্রমুখ।