17.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

দুর্গাপুরে ট্রাক চাপায় যুবদল কর্মী নিহত

print news

নিজস্ব প্রতিনিধি দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে ট্রাক চাপায় শাহজাহান (৩৮) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছে ও শফিকুল ইসলাম (৪৫) নামের আরেক যুবদল নেতা গুরুতর আহত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) আনুমানিক সন্ধ্যা ৭ টার সময় পবা উপজেলার হাট রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ৯ টার দিকে শাহজাহান আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নি*হ*ত শাহজাহান আলী দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের হাড়িয়াপাড়া গ্রামের আঃ কাদের এর ছেলে ও আ*হত যুবদল নেতা শফিকুল ইসলাম একই উপজেলার আমগাছি গ্রামের মসলেম আলীর ছেলে।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, রাজশাহী জেলা যুবদলের সাংগঠনিক মত বিনিময় সভা শেষে বাড়ি ফেরার জন্য মোটরসাইকেলে রওনা দেন পথের মধ্যে হাট রামচন্দ্রপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত সাড়ে ৯ টার দিকে শাহজাহান আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয়ে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, ট্রাক চাপায় একজন যুবদল কর্মী নিহত ও একজন আহত হয়েছে। বর্তমানে ট্রাকটি পবা থানা হেফাজতে রয়েছে। ট্রাক ড্রাইভার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। বর্তমানে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ