নিজস্ব প্রতিনিধি : রাশিয়া থেকে এখনো পরমাণু জ্বালানি কেনা হচ্ছে বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির জ্বালানি সম্পদ বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে পাইট বলেছেন, যুক্তরাষ্ট্র এখনো রাশিয়ার পরমাণু জ্বালানির ওপর নির্ভরশীল। সরবরাহের এক-পঞ্চমাংশই মস্কো থেকে আসে।
মার্কিন জ্বালানি বিভাগ এর আগে রাশিয়ার পারমাণবিক জ্বালানির উপর ওয়াশিংটনের নির্ভরতা সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছিল। এটি কমিয়ে আনা এবং শেষ পর্যন্ত আমদানি না করার প্রয়োজনীয়তার কথা বলেছিল।
বুধবার (১৫ জানুয়ারি) ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক আটলান্টিক কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে পায়াত স্বীকার করেন, যুক্তরাষ্ট্র এখনো রাশিয়ার কাছ থেকে আমাদের ২০ শতাংশ পারমাণবিক জ্বালানি পায়। এর বিকল্প তৈরি করতে সময় লাগবে।
ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) তথ্য অনুযায়ী, ২০২৩ সালে মার্কিন বেসামরিক পরমাণু চুল্লির কেনা সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রায় ২৭ শতাংশই সরবরাহ করেছে রাশিয়া।
গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি নিষিদ্ধকরণ আইনে সই করে মস্কো থেকে ইউরেনিয়াম আমদানি নিষিদ্ধ করেন। তবে একটি খোলা রেখে ২০২৮ সাল পর্যন্ত কেনার অনুমতি দেওয়া হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে ইউরেনিয়ামের নিজস্ব মজুদ থাকলেও সাম্প্রতিক দশকগুলোতে উত্পাদন হ্রাস পেয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম নিউক্লিয়ার ইনসাইডার উল্লেখ করেছে, পরিবেশগত উদ্বেগের পাশাপাশি কম খরচে বিদেশি উত্পাদকদের কাছ থেকে বাজার প্রতিযোগিতা দেশীয় খনি এবং সমৃদ্ধকরণ কার্যক্রমকে দূরে সরিয়ে দিয়েছে