নিজস্ব প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর সেতুর কাছে ডিবি পুলিশ পরিচয়ে সয়াবিন তেলভর্তি একটি পিকআপ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ জানুয়ারি) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার মানিকগঞ্জের ব্যবসায়ী ঝন্টু সাহা অ্যান্ড সন্সের মালিক টিটু সাহা জানান, মঙ্গলবার রাতে সোনারগাঁওয়ের মেঘনা মিল থেকে ২৫ লাখ টাকা মূল্যের ৬০ ড্রাম সয়াবিন তেল নিয়ে একটি পিকআপে মানিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। ভোর ৪টার দিকে পিকআপটি সালেহপুর ব্রিজে পৌঁছালে ডিবি পুলিশ পরিচয়ে একটি মাইক্রোবাস পিকআপের গতিরোধ করে।
এসময় মাইক্রোবাস থেকে নেমে দুর্বৃত্তরা গাড়ির কাগজপত্র দেখতে চায়। কাগজ বের করার পরপরই ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাদের ওপর হামলা চালায়। চালক ও তার সহযোগীকে মারধর করে এবং তাদের নেশাজাতীয় পানীয় খাইয়ে অচেতন করে। এরপর চালকের সঙ্গে থাকা নগদ ১৬ হাজার টাকা, দুটি স্মার্টফোন এবং তেলভর্তি পিকআপটি হেলপারসহ নিয়ে যায়।
পিকআপ এবং হেলপারের কোনো খোঁজ না পেয়ে ব্যবসায়ী টিটু সাহা সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে পুলিশ এখনও পিকআপ, হেলপার বা ছিনতাই হওয়া তেলের সন্ধান পায়নি।
জানতে চাইলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘ছিনতাই হওয়ায় ট্রাকসহ তেল ও চালকের সহকারীকে উদ্ধারে কাজ চলছে।’