14.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

সাভারে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

print news

নিজস্ব প্রতিনিধি : সাভারে পুলিশ পরিচয়ে চাঁদা আদায়কালে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, বুধবার রাতে পৌর এলাকার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা আরও চারজন পালিয়ে যায়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ধামরাই থানার নবগ্রাম এলাকার আবু হানিফের ছেলে মোহব্বত (৩৭) এবং আশুলিয়া থানার নয়ারহাট গ্রামের আওলাদ মিয়ার ছেলে মোঃ আলমগীর (৩৩)। তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি আইডি কার্ড, চাবির রিংসহ হোল্ডার, নগদ এক হাজার টাকা এবং একটি মেক্সি গাড়ি জব্দ করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের আনন্দপুর দারুল উলুম মাদ্রাসার পেছনের মাঠে অজ্ঞাত ছয় ব্যক্তি একটি মেক্সি গাড়ি নিয়ে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে মো. আসলাম শেখের কাছে ২০ হাজার টাকা দাবি করে। তারা তার কাছ থেকে নগদ এক হাজার টাকা আদায় করে।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) অটল বিহারী বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে হাতে-নাতে আটক করে।

এ বিষয়ে এসআই অটল বিহারী বিশ্বাস জানান, পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে মোবাইল ফোন, আইডি কার্ড, চাবির রিংসহ হোল্ডার, নগদ এক হাজার টাকা এবং মেক্সি গাড়ি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া অপর চারজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ