14.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

অটোরিকশা থেকে চাঁদা নেওয়ার সময় বিএনপি নেতা গ্রেপ্তার

print news

নিজস্ব প্রতিনিধি : নাটোরের সিংড়ায় সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা নেওয়ার সময় বিএনপি নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার জামতলী বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করে সিংড়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শরবত বিক্রেতা বাদী হয়ে মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার জামতলী বাসস্ট্যান্ডে দীর্ঘদিন থেকে আখের শরবত বিক্রি করে আসছিলেন তেরবাড়িয়া গ্রামের ইউনুস আলী। তার কাছ থেকে প্রতিদিন ১০০ টাকা করে চাঁদা নেয় চৌগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি তেরবাড়িয়া গ্রামের জিয়ারুল প্রামাণিক ও তার ভাতিজা আসিফ আলী। চাঁদা দিতে না পেরে বাধ্য হয়ে প্রায় এক মাস ধরে শরবতের ব্যবসা বন্ধ করেছে ইউনুস আলী।

শুক্রবার বিকেলে তাকে দেখতে পেয়ে চাঁদা দিয়ে পুনরায় ব্যবসা শুরু করার কথা বলে বিএনপি নেতা জিয়ারুল। এরপর সিএনজি চালক জিয়ার কাছ থেকে ২০ টাকা চাঁদা নেয় বিএনপি নেতা জিয়ারুল প্রামাণিক ও আসিফ আলী। বিষয়টি সেনাবাহিনীর টহল দলকে জানালে চাঁদার টাকাসহ তাদেরকে আটক করে থানায় সোপর্দ করে। পরে রাতেই শরবত বিক্রেতা ইউনুস আলী বাদী হয়ে আটক দুই জনের নামে সিংড়া থানায় মামলা করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, সিএনজি থেকে চাঁদাবাজি করার সময় সেনাবাহিনী দুইজনকে আটক করে থানায় সোপর্দ করে। পরে তাদের নামে মামলা হয়। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ