17.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

কক্সবাজার সৈকতের ঝাউবনে কাউন্সিলরকে গুলি করে হত্যা

print news

নিজস্ব প্রতিনিধি : কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবনের কিনারে খুলনার এক কাউন্সিলরকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত অস্ত্রধারিরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সোয়া ৯ টার দিকে সৈকতের সুগন্ধা ও সী গাল পয়েন্টের মাঝখানের ঝাউবনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান।

নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় শনাক্ত করা গেছে। মতে তার নাম গোলাম রব্বানী। তিনি খুলনা সিটি কর্পোরেশনের দৌলতপুরের দেয়ানা উত্তর পাড়ার মো. গোলাম আকবরের ছেলে।

নিহত গোলাম রাব্বানী খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বলে জানা গেছে। তিনি খুলনা সিটি কর্পোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর। তিনি গত ৫ আগস্ট সরকার পতনের পর এলাকাছাড়া ছিলেন।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান জানান, মোটর সাইকেল আরোহী হঠাৎ এসে এই ব্যক্তিকে গুলি করে৷ মাথার এক পাশে দিয়ে গুলি লেগে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

নিহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সালাম নামে অটো রিকশা চালক সাংবাদিকদের জানান, সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রীজের পাশে হঠাৎ একটি বিকট শব্দ হয়। গুলির আওয়াজ হয়েছে বুঝতে পেরে লোকজন দিকবিদিক ছুটে পালায়। এর মাঝে কে বা কারা গুলি করেছে সনাক্ত হয়নি। তখন চোখে পড়ে এক ব্যক্তি ঢলে পড়ছেন। সাহস করে কাছে গিয়ে গুলিবিদ্ধ ব্যক্তিকে তাৎক্ষণিক উদ্ধার করে নিজের অটো রিকশায় করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, কে বা কারা তাকে গুলি করেছে তা সনাক্তের চেষ্টা চলছে। তিনি কখন কক্সবাজার এসেছেন তাও জানার চেষ্টা চলছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ