16 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

বাগমারায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

print news

আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি : গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার উপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগে রাজশাহীর বাগমারায় স্থানীয় আ’লীগ নেতা আরিফ মোল্লাকে (৪৫) ও গোবিন্দপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফ তালুকদার(২৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারী) সন্ধ্যার সময় তাকে উপজেলার মোহনগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে। অপরদিকে গোবিন্দাপাড়া ইউনিয়নের জিল্লুর মোড়ে এলাকা থেকে সাবেক ছাত্রলীগ নেতা শরিফ তালুকদারকে গ্রেপ্তার করে হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। পরে তাকে বাগমারা থানায় সোপর্দ করা হয়।

জানা গেছে, আরিফ মোল্লা জাতীয় পার্টির একজন সক্রিয় সদস্য ছিলেন। গত ২০২৪ সালের সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টি থেকে বেরিয়ে এসে আ’লীগে যোগদান করেন এবং সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের পক্ষে নির্বাচনী প্রচারনা চালায়। পরিবারের অভিযোগ আ’লীগের রাজনীতির সাথে জড়িত বলে আরিফ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাগমারা থানার পুলিশ জানায়, গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার উপর হামলা চালিয়েছিল আরিফ মোল্লাহ। হামলার পর থেকেই তিনি এলাকা ছেড়ে পালিয়ে ছিলেন। গত বুধবার (১ জানুয়ারী) রাতে আরিফ মোল্লাহ্ নিজ বাড়ি মোহনগঞ্জে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানার পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার তাকে মোহনগঞ্জ বাজার থেকে আটক করেন। এছাড়া গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার উপর হামলা চালিয়েছিল শরিফ তালুকদার। ওই হামলায় শরিফ তালুকদার দেশীয় অস্ত্র ব্যবহার করে বেশ কিছু ছাত্র-জনতাকে আহত করেছিল।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, গত ৫ আগষ্ট ভবানীগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে আরিফ মোল্লাহ ও শরিফ তালুকদারেক প্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আরিফ মোল্লাহ ও শরিফ তালুকদারকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ