অনলাইন ডেস্ক : হাঁটু গেড়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বড় ইউটিউবার জিমি ডোনাল্ডসন ওরফে মিস্টার বিস্ট। ৬ কোটি ৪০ লাখ অনুসারীর সঙ্গে ভাগ করে নিচ্ছেন সেই মুহূর্ত! প্রথম দেখায় অনেকেই হয়েছিলেন বিভ্রান্ত। ভেবেছিলেন এটাও হয়তো বিস্টের কোনো কনটেন্টেরই অংশ। কিন্তু তা নয়। সত্যি এবার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন এই ইউটিউব তারকা।
দীর্ঘদিনের প্রেমিকা থিয়া বয়সনের সঙ্গেই বাগদান সেরেছেন মিস্টার বিস্ট। অনেকের কাছে পরিচিত মুখ হলেও বাগদানের পর নতুন করে আলোচনায় এসেছেন বয়সন। কাকে বিয়ে করছেন বিস্ট, কি তার পরিচয় এই নিয়েও চলছে নানা চর্চা।
সাবস্ক্রাইবারের দিক থেকে বিস্টের ধারে কাছেও নেই মিসেস বিস্ট। দক্ষিণ আফ্রিকার বাসিন্দা থিয়া বসবাস করেন যুক্তরাষ্ট্রে। তিনিও একজন গেম স্ট্রিমার ও কন্টেন্ট ক্রিয়েটর। এদিকে বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন বিস্ট নিজেই। জানিয়েছেন পারিবারিকভাবে নির্জন দ্বীপেই সারতে চান, বিয়ের মূল আনুষ্ঠানিকতা।
বিস্ট আর থিয়ার প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। সম্প্রতি এই জুটিকে মিস্টার বিস্টের নতুন সিরিজ ‘বিস্ট গেমস’-এর রেড কার্পেট ইভেন্টেও একসঙ্গে দেখা গেছে। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’ দ্বারা অনুপ্রাণিত এই শোতে ১ হাজার প্রতিযোগী ৫ মিলিয়ন ডলার পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে।