16 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

ছেলের নির্মম মৃত্যু সইতে না পেরে বাবার মৃত্যু

print news

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে ৭ হত্যাকাণ্ডে নিহত সাজিবুল ইসলামের মৃত্যুর শোক সইতে না পেরে তার বাবা দাউদ মোল্লার (৫৯) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। ছেলের নির্মম হত্যাকাণ্ডের শোকে বাবার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, ছেলে সাজিবুলের মৃত্যুর খবর শোনার পর কেঁদেই চলছিলেন বাবা দাউদ মোল্লা। তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন স্বজনরা। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর বাড়িতেই তার মৃত্যু হয়।

সাজিবুলের মামা আহাদ সর্দার বলেন, দুই সপ্তাহ আগে বাড়িতে ধান কাটার কাজ করে গেছে। আগে যে জাহাজে কাজ করতো সেই জাহাজে পদোন্নতির পরীক্ষা দিয়েছিল সাজিবুল। ফলাফল পেতে দেরি হবে বলে ২ সপ্তাহ আগে এমভি আল-বাখেরা জাহাজে গ্রিজার পদে চাকরি নেন তিনি

জাহাজে নিহত ব্যক্তিদের আরেকজন হলেন জেলার মহম্মদপুরের চর যশোবন্তপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে মো. মাজিদুল ইসলাম (১৬)। মাজিদুল ঝামা বরকাতুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। মাদ্রাসা বন্ধ থাকায় জাহাজে কাজ নিয়েছিল কিশোর মাজিদুল।

স্থানীয়রা জানান, মহম্মদপুর ও নড়াইল সীমান্তবর্তী কয়েকটি ইউনিয়নের বহু মানুষ জাহাজে চাকরি করেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, জাহাজে হত্যাকাণ্ডের শিকার সাজিবুলের বাবা দাউদ মোল্যার মৃত্যুর সংবাদ শুনেছি।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ