বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় অবৈধ ভাবে পুকুর খনন নতুন কিছু নয় ! এটি আগেও ছিল, এখনও আছে। তবে এবারের বিষয়টা ভিন্ন। এবার প্রশাসনকে পুকুর খুঁজে বের করতে হয়নি। এলাকার মানুষ অভিযোগ করে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেটকে ঘটনা স্থালে নিয়ে গেছেন। অত:পর পুকুর খনন বন্ধ করা-সহ মালিক পক্ষের ৫০ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাঘা উপজেলায় বাউসা ইউনিয়ানের আড়পাড়া মৌজার কুবলি কান্দির বিলের জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করে আবাদি জমি নষ্ট করা-সহ জলাবদ্ধা সৃষ্টি হবে এমনটি আশংকায় এলাকার সচেতন মহল উপজেলা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পুকুর খনন বন্ধ করিয়েছেন। একই সাথে জমি মালিল মাইনুল ইসলামের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাঘা পৌর সভার বলিহার হাজিপাড়া গ্রামের নাজমুল হকের ছেলে মাইনুল ইসলাম আড়পাড়া বিলের কুবলি কান্দির মাঠে অবৈধ ভাবে ভেকু দিয়ে পুকুর খনন করছিল। এ সময় স্থানীয় জনগণের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জমি মালিক মাইনুল ইসলামের ৫০ হাজার টাকা জরিমানা করা-সহ পুকুর খনন বন্ধ করে দেয়া হয়।
এ বিষয়ে বাঘা উপজেলা ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্টেড ও সহকারি কমিশনার ভূমি সাবিহা সুলতানা ডলির সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।