নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন ভাড়া বাসা থেকে বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদারের (৬৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় তার কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তার সন্তান ও পরিবারের সদস্যদের উদ্দেশ্যে লেখা কয়েকটি আবেগঘন চিরকুটও উদ্ধার করা হয়েছে।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বায়েজিদ মিয়া জানান, সন্ধ্যায় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। কক্ষে পাওয়া সুইসাইড নোটগুলোতে ক্যান্সারের অসহনীয় যন্ত্রণা এবং চিকিৎসার ব্যর্থতার উল্লেখ ছিল।
পরিবার সূত্রে জানা যায়, আবু সাইদ সরদার দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন এবং এ কারণে মানসিক চাপে ছিলেন। গত ১৩ ডিসেম্বর তিনি আরও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
সুইসাইড নোটে তিনি লেখেন, ‘ক্যান্সারের যন্ত্রণার কারণে কষ্ট সহ্য করতে না পেরে আমি আত্মহত্যার পথ বেছে নিচ্ছি।’ তিনি সন্তান ও পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে তাদের প্রতি কিছু দায়িত্ব পালনের অনুরোধ করেছেন।
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।