নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১১ মাসের লড়াইয়ের পর মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নেয় দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। এরপর মংডু ঘেঁষা টেকনাফ সীমান্তে প্রায় ১০ দিন শোনা যায়নি গোলাগুলিরে শব্দ। কিন্তু বুধবার (১৮ ডিসেম্বর) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দফায় দফায় বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে টেকনাফ সীমান্ত।
স্থানীয়রা জানান, বুধবার রাত ২টা থেকে দফায় দফায় বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে শাহপরীর দ্বীপ। ১০ দিন আগে শাহপরীর দ্বীপ ঘেঁষা রাখাইনের মংডু রাজ্য থেকে মিয়ানমারের জান্তাকে হটিয়ে নিয়ন্ত্রণে নিয়েছিল আরাকান আর্মি। এ নিয়ন্ত্রণ ফিরে পেতে জান্তা বাহিনী এখন পাল্টা আক্রমণ চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সীমান্তের ওই পাড়ে দুই পক্ষের পাল্টাপাল্টি সংঘাত-লড়াইয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এপাড়ে। আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা।
শাহপরীর দ্বীপ সীমান্তের বাসিন্দা আমান উল্লাহ বলেন, ওই পাড়ের রাখাইন রাজ্যে শহর, গ্রাম ও সীমান্ত আরাকান আর্মি দখলে নেওয়ার পর ১০ দিন গোলাগুলির শব্দ শোনা যায়নি। কিন্তু বুধবার মধ্যরাত থেকে থেমে থেমে বিস্ফোরণের শব্দ আসছে। বিস্ফোরণের শব্দে শাহপরীর দ্বীপও কেঁপে উঠছে। ধারণা করা হচ্ছে জলপথে জান্তা বাহিনী যুদ্ধ জাহাজ নিয়ে এসে আরকান আর্মির ওপর হামলা করেছে। সারা রাত ঘুমাতে পারিনি।
শাহপরীর দ্বীপের জেলে শফিকুল ইসলাম বলেন, ইঞ্জিনচালিত নৌকায় রাতে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন মিয়ানমার সীমান্ত থেকে বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাই। ভয়ে ঘর থেকে আর বের হইনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. শেখ এহসান উদ্দিন বলেন, এ পরিস্থিতিতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও কোস্ট গার্ড সদস্যরা সর্তক রয়েছে। নাফনদীতে টহল জোরদার করা হয়েছে। এর আগে মংডু শহর ও বাংলাদেশের সঙ্গে থাকা রাখাইনের সীমান্ত পুরোপুরি আরকান আর্মি দখলে নেওয়ার খবরে বাংলাদেশি জেলেসহ সেন্টমার্টিনে চলাচলকারী ট্রলারগুলোকে সর্তক থাকতে বলা হয়েছিল।