13.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

আগামী ৪২ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না: দুলু

print news

নিজস্ব প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী ৪২ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, গণতন্ত্রের অধিকার কেড়ে নিয়েছিল। এই ফ্যাসিবাদ আওয়ামী লীগের দুশাসনে মানুষ অতিষ্ঠ ছিল।

মঙ্গলবার (১৭ডিসেম্বর) বিকেলে নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুর ডা. নাসির উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল। গণতন্ত্র হত্যাকারীদের বিচার এই বাংলার মাটিতে হবে। কোনোভাবে তাদের ক্ষমা করা যাবে না।

বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, আওয়ামী লীগের শাসন আমলে তাদের নির্যাতনে বহু হিন্দু পরিবার বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছে। কেউ শান্তি মতো ব্যবসা-বানিজ্য করতে পারেনি।

সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে দুলু বলেন, কোনো হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধদের শরীরে যদি কেউ আঘাত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি দুলু মৃত্যুর আগ পর্যন্ত তাদের পাশে আছি এবং থাকবো। তাদের শরীরে কোনো আচর লাগতে দেবো না।

নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদার এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন- নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, যুগ্ম-আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল ব্যাপারীসহ আরও অনেকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনপ্রিয় সংগীত শিল্পী মনির খান।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ