19.5 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

রেডার নবনির্বাচিত সভাপতি তৌফিকুর রহমান লাভলু সম্পাদক মিজানুর রহমান কাজি

print news

নিউজ রাজশাহী ডেস্ক : রাজশাহীতে রিয়েল এস্টেট এন্ড ডেভেলাপার এসোসিয়েশনের (রেডার) ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ত্রি-বার্ষিক নির্বাচনে রেডার মোট ৫ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মেসার্স রহমান ডেভেলপার্স এসোসিয়েটের ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাভলু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আল-আকসা ডেভলপার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আ স ম মিজানুর রহমান কাজী। শনিবার রাজশাহী নগরীর আলুপট্টি এলাকার একটি রেস্টেুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, পরিকল্পনা ও অর্থ সম্পাদক ফারফেক্ট লিভিং প্রোপাটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এম সিহাব পারভেজ, সাংগঠনিক সম্পাদক রেডব্রিক প্রোপাটিজের ব্যবস্থাপনা পরিচালক মেজবা-উল-বারী সওদাগর, দপ্তর সম্পাদক হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম। মূলত ৫টি পদের বিপরিতে কেউ মনোনয়নপত্র উত্তোলন না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই ৫ জন নির্বাচিত হয়েছেন।

শনিবার দুপুরে আনুষ্ঠানিকতার মাধ্যমে রেডার ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার তরিকুল ইসলাম। এসময় নির্বাচন কমিশনার হিসাবে ওয়াসিম রেজা ও রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক আ স ম মিজানুর রহমান কাজির সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুকর্না ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার তাজুল ইসলাম। বক্তব্য রাখেন ড্রিম স্মিথ প্রোপ্রাটিজের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, চেম্বারের সভাপতি মাসুদুর রহমান রিংক, আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, মুন প্রোপ্রাটিজের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম হেলাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবির হোসেন ডেভেলপারের ব্যবস্থাপনা পরিচালক কবির হোসেন, স্যামল ছাঁয়া হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আখতারুল হুদা রুমেল, রাঙ্গাপরি ডেভেলপার্স এন্ড প্রোপাটিজের ব্যবস্থাপনা পরিচালক উজ্জল কবীর, এনএনবি ইউনিক রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান, আমানা হোমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মাদ ফজলুল করিম, সামস রিয়েল এস্টেট কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিনসহ সকল সদস্যবৃন্দ।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর রেডার নবনির্বাচিত নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানানো হয়। রেডার সদস্য ও সংবাদপত্রের প্রতিনিধিরা নবনির্বাচিত রেডার নেতৃবৃন্দদের ফুলের শুভেচ্ছা জানান। উল্লেখ্য- ঘোষিত তফসিল অনুযায়ী ১০ ডিসেম্বর মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ দিন ছিল। ১১ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শনিবার নির্বাচন অনুষ্ঠিত হলো।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ