13.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

বৌভাতে অতিরিক্ত লোক আসায় বর-কনে পক্ষের সংঘর্ষ, আহত ১০

print news

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বৌভাতের অনুষ্ঠানে অতিরিক্ত লোক আসাকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরের মা ফিরোজা খাতুনসহ উভয়পক্ষের কমপক্ষে দশজন আহত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উল্লাপাড়ার নাগরৌহা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন সবুজ হোসেন (৩০), ইমরান হোসেন (১৮), শহিদুল ইসলাম (৪০), আরও ৬ জন। আহতদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলার নাগরৌহা গ্রামের নুরুল হকের ছেলে ফয়সাল আহমেদ এর সঙ্গে একই উপজেলার মাগুড়া ডাঙা গ্রামের নিদান প্রামাণিক এর কন্যা আঁখী খাতুন এর বিয়ে হয়।

জানা যায়, শনিবার সন্ধ্যায় বরের বাড়ি নাগরৌহা গ্রামে বৌভাতের অনুষ্ঠানে কনের পক্ষের ৩৫ এর জায়গায় ৭০ জন আসায় উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বরের বাবা নুরুল হক জানান, কনে পক্ষের লোকজন অনুষ্ঠানে খাওয়ার সময়ে তাদের সঙ্গে পরিকল্পিতভাবে বিবাদের সৃষ্টি করছে। এতে তাদের ৭ জনের মতো আহত হয়েছে। এছাড়া বৌভাতের অনুষ্ঠান পণ্ড করেছে কনে পক্ষ।

তবে মেয়ের বাবা নিদান প্রামাণিক অভিযোগ করে বলেন, তাদের অতিরিক্ত লোক আসেনি কিন্তু অতিরিক্ত লোক এসেছে এমন কথা বলে ছেলে পক্ষের লোকজন তাদের ওপর আক্রমণ করে, এতে তাদের ৩ জনের মতো আহত হয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক মোকলেছুর রহমান জানান, বিয়ে বাড়ির বৌভাতের অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের লোকজন আহত হয়েছে, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ