16 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

print news

নিজস্ব প্রতিবেদক : পাবনার চাটমোহরে ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজের পর এক মেয়ে শিশুর (৯) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর মাঠের মধ্যে একটি লিচু বাগানে অর্ধনগ্ন অবস্থায় মেয়েটির মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে।

এর আগে, শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি।

নিহত শিশু কল্পনা খাতুন (৯) উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চর মথুরাপুর গ্রামের আলাল হোসেনের মেয়ে। সে চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কল্পনা শুক্রবার সন্ধ্যার পর বাড়ির পাশে দহপাড়ায় ইসলামী জলসায় যায়। কিন্তু রাতে আর বাড়িতে ফিরে আসেনি। সকালে একটি লিচু বাগানে মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এলাকাবাসীর ধারণা দুর্বৃত্তরা শিশুটিকে অপহরণ করে এনে ধর্ষণের পর হত্যা করে ফেলে রেখে গেছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণের বিষয়টি পরিষ্কার নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার জানান, এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। প্রাথমিক কাজ চলছে, পরে জানাতে পারবো। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ