23.9 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

ভারতীয় সাম্প্রদায়িক কার্যকলাপের বিরুদ্ধে চারঘাটে মানববন্ধন

print news

আল মামুন তুষার চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলার সদরদহ ট্রাফিক মোড়ে ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে শুক্রবার দুপুর ২টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মাধ্যমে ভারতীয় সাম্প্রদায়িক আধিপত্য, ইসলামবিরোধী কার্যকলাপ এবং ফ্যাসিবাদী দলের ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “বাবরি মসজিদ ভাঙার মাধ্যমে মুসলিম ধর্মীয় স্থাপনা ও সংস্কৃতির ওপর যে আঘাত আনা হয়েছে, তা শুধু ভারতের নয়, পুরো মুসলিম বিশ্বে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে।” তারা ভারতে মুসলিমদের ওপর চলমান নির্যাতন, বৈষম্য এবং সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে উচ্চকণ্ঠ তুলেন।

বক্তারা আরও বলেন, “ভারতে মুসলিমদের ধর্মীয় অধিকার হরণ এবং তাদের ওপর অত্যাচার বন্ধ না হলে, এর বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী প্রতিবাদ গড়ে তোলা হবে। মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধ্বংস করার যেকোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না।”

এ মানববন্ধনটি সম্পূর্ণভাবে ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে আয়োজিত হয় এবং শান্তি, সম্প্রীতি ও ইসলামের সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন তারা।

এ সময় তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধনটি শেষ করেন। এখানে উপস্থিত ছিলেন, ধর্মীয় নেতা-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ