নিজস্ব প্রতিবেদক : সরকার কর্তৃক বরাদ্ধকৃত টিসিবি কার্ড তুলে নেওয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে নগরীর ৩নং ওয়াডের সাধারণ জনগন। বৃহস্পতিবার দুপুর ১টায় নগরীর কাদিরগঞ্জে অবস্থিত বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফিসে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, আমরা ৩নং ওয়ার্ডের সাধারণ জনগণ, অসহায় দরিদ্র খেঁটে খাওয়া মানুষের পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সাংবাদিক ভাইয়েরা আপনার জানেন যে, গত ৩বছর পূর্বে স্বল্পমূল্যে টিসিবি কার্ডের মাধ্যমে প্রতিমাসে একবার সয়াবিন তেল, মশুর ডাউল ও ৫ কেজি চাউল সারাদেশের মত আমরাও কার্ডের মাধ্যমে নিয়মিত পেয়ে আসছি। ৩নং ওয়ার্ড কাউন্সিলর অফিস কর্তৃক আমাদের পরিবারের নামে বরাদ্দকৃত কার্ডের মাধ্যমে। গত নভেম্বরে মাসে আমরা টিসিবি কার্ড নিয়ে বরাদ্দকৃত মালামাল নেওয়ার সময় স্থানীয় বিএনপি নেতারা আমাদেরকে বলেন যে এই কার্ড বাতিল করা হয়েছে এই কার্ডে আর টিসিবি চলবে না। তারপর মহানগর বিএনপি সদস্য তাজউদ্দীন সেন্টু, ৩নং ওয়ার্ডের জামায়াতের আমীর মনিরুজ্জামান এবং ৩নংওয়ার্ডের বিএনপি নেতারা আমাদের এলাকার বাড়ী বাড়ী গিয়ে কার্ড তুলে নিয়েছে। আমরা আমাদের কার্ড দেইনি, আমরা ওয়ার্ড সচিবের সাথে যোগাযোগ করলে জানতে পারি ওয়ার্ড সচিবকে ৩নং ওয়ার্ড থেকে বদলি করা হয়েছে। আমরা টেলিভিশনের খবরে দেখতে পাই যে রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য তাজউদ্দীন সেন্টু কাউন্সিলর অফিসের সামনে বলছে যে আমরা বিএনপি জামাত ইসলামী সমন্বয় করে কমিটি করেছি এখন টিসিবির কার্ড ও সকল সুবিধা তাদের মত বিতরণ হয়েছে। অতীতের সব কার্ড বাতিল।
সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে জানতে চাই সরকারকর্তৃক বরাদ্দকৃত টিসিবি কার্ড এভাবে বাতিল করা যায় কিনা? আপনাদের মাধ্যমে অর্ন্তবর্তী সরকারের কাছে আবেদন আমাদের নামে বরাদ্দকৃত কার্ডের মাধ্যমেই যেন আমরা এই অসহায় পরিবারগুলো মাসে একবার টিসিবি পণ্য পাই।