13.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

তামিমের সেঞ্চুরির পরও বড় পুঁজি পেল না বাংলাদেশের

print news

নিজস্ব প্রতিবেদক : অধিনায়ক আজিজুল হাকিম তামিমের সেঞ্চুরির পরও আফগানিস্তানের বিপক্ষে বড় পুঁজি পেতে ব্যর্থ বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানদের ২২৯ রানের টার্গেট দিয়েছে যুবা টাইগাররা।

শুক্রবার (২৯ নভেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান ওপেনার জাওয়াদ আবরার।

এরপর ক্রিজে আসা আজিজুল তামিমকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার কালাম সিদ্দিক। ১৪২ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। দু’জনেই তুলে নেন ফিফটি।

তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। কালাম ১১০ বলে ৬৬ ও দেবাশিষ দেবা ৬ বলে ১ রান করে আউট হন। এতে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ।

এরপর ক্রিজে আসা শিহাব জেমসকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন আজিজুল তামিম। তবে দলীয় ১৮২ রানে ১৫ বলে ১০ রান করে আউট হন শিহাব।

এরপর ১৫ রান যোগ করতে আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন আজিজুল তামিম। দলীয় ২০৪ রানে ১৩৩ বলে ১০৩ রান করে আউট হন তিনি।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। আফগানিস্তানের পক্ষে আব্দুল আজিজ, নুরিস্তানি ওমরজাই ও খাতির স্টানিকজাই নেন ২টি করে উইকেট।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ