13.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

বরাদ্দ ছিল কৃষি প্রতিষ্ঠানের, ভাড়া দেওয়া হয় কীটনাশক কোম্পানিকে

print news

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহে নগরীর মাসকান্দায় বিসিক শিল্প নগরীর একটি কীটনাশক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় বিসিকে একটি কারখানায় এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের বিভাগীয় উপপরিচালক মতিউর রহমান বলেন, কিভাবে আগুনের সূত্রপাত- তা এখনো বলা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ২ ঘণ্টা কাজ করে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ধারণা করা হচ্ছে, কীটনাশক তৈরির কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত। বিসিক শিল্প নগরীর এ প্লটটি কৃষি সেবা নামে একটি প্রতিষ্ঠানের নামে বরাদ্দ থাকলেও সেটি হেকিম বাংলাদেশ লিমিটেড নামে একটি কীটনাশক কোম্পানিকে ভাড়া দেওয়া হয়।

হেকেম বাংলাদেশ ময়মনসিংহের এরিয়া ম্যানেজার জামাল উদ্দিন বলেন, সপ্তাহে এক দিন বা মাসে দুই দিন কারখানাটি খুলে কাঁচামাল অন্য কারখানায় নেওয়া হতো। কীভাবে সেখানে আগুন লাগল, তা বলা যাচ্ছে না। গোডাউনটিতে কীটনাশক তৈরির মেটেরিয়াল থাকতো। সেটি সবসময় তালা বদ্ধ ছিল। শুধু একজন দারোয়ান ছিল।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ