13.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

নাটোরে ব্যাটারী চালিত অটোরিকশা উদ্ধার, ডিবির জালে আটক চো’র চক্রের ৪ জন সদস্য।

print news

স্টাফ রিপোর্টার দুর্জয় : নাটোর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এর সার্বিক দিক নির্দেশনায় নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র একটি অভিযানিক দল ২৮ নভেম্বর (বৃহঃস্পতিবার) নাটোর জেলার বিভিন্ন থানা এলাকাসহ পাবনা ও কুষ্টিয়া জেলায় অভিযান পরিচালনা করে একটি লাল রংয়ের ব্যাটারী চালিত অটোরিকশাসহ চোর চক্রের ৪জন কে আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন,
১। মোঃ মুরসালিন হোসেন রাজ ওরফে রাজ (২০)।
২। মোঃ হাসান মন্ডল (২৭) উভয়ের সাং- নবীনগর (নারায়ণ কান্দি), উভয়ের থানা -নাটোর সদর।
৩। মোঃ রানা পাঠান (৩৫) সাং- ধোবাপুকুর, (গাঙ্গলপাড়া)থানা – নলডাঙ্গা, সর্ব জেলা নাটোর।
৪। মোঃ ইসরাইল শেখ (৩৫),সাং- চরকুশা খালী (রহমানের মোড়) দোগাছি ইউনিয়ন, ডাকঘর -পাবনা,থানা ও জেলা পাবনা।

নাটোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসিবুল্লাহ হাসিব জানান, আটককৃত আসামিদের হেফাজতে থাকা একটি ব্যাটারী চালিত অটোরিকশা উদ্ধার করা হয় ও আটককৃত আসামিদের বিরুদ্ধে নাটোর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে নাটোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ