নিজস্ব প্রতিবেদক : জ্যামাইকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে নাহিদ রানার ৫ উইকেট শিকারে ১৪৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের প্রথম সেশনেই অলআউট হয়েছে টাইগাররা।
দলের হয়ে একাই লড়াই করেছেন জাকের আলি। তবে ৯ রানের জন্য মিস করেছেন সেঞ্চুরি। তার ব্যাটে ভর করে ২৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জয়ের জন্য ক্যারিবিয়ানদের প্রয়োজন ২৮৭ রান।
১৮ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। তাইজুল ইসলাম ৯ ও জাকের আলি ২৯ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামেন। সাবধানী শুরু করেন এই দুই ব্যাটার। তবে দলীয় ২০৭ রানে ৫০ বলে ১৪ রান করে আউট হন তাইজুল।
এরপর ক্রিজে এসে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মুমিনুল হক। তবে একপ্রান্তে সাবলীল ব্যাটিংয়ে ৮০ বলে ফিফটি তুলে নেন জাকের। ফিফটির পর বেশ আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তিনি। ক্যারিবিয়ান বোলারদের ওপর চড়াও হন তিনি।
তবে জাকেরকে সঙ্গ দিতে পারেননি হাসান মাহমুদ। দলীয় ২৪৩ রানে ১২ বলে ৩ রান করে আউট হন তিনি। এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি তাসকিন আহমেদও। রানের খাতা খোলার আগেই ফিরে যান তিনি।
একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান জাকের। মারমুখী ব্যাটিং করতে থাকেন তিনি। ৫ ছক্কা ও ৮ চারে ৯১ রানে আউট হন তিনি। এতে ২৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আলজারি জোসেফ নেন ৩টি উইকেট।