অনলাইন ডেস্ক : ডারবান টেস্টে দক্ষিন আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৪২ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। মাত্র ১৩ ওভার ৫ বলেই গুটিয়ে যায় লঙ্কানরা। শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে এটি সর্বনিম্ন রান। বলের দিক থেকে লঙ্কানদের এই ইনিংসটি টেস্ট ইতিহাসের দেড়শো বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন।
ডারবান টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে প্রোটিয়া পেসারদের তোপের মুখে পড়ে লঙ্কান ব্যাটাররা। মাত্র ২ জন ব্যাটার পেয়েছেন দুই অঙ্কের দেখা। কামিন্দু মেন্ডিস ২০ বলে ১৩ ও লাহিরু কুমারা করেন ১০ রান।
এছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। কুশল মেন্ডিস, দীনেশ চান্ডিমাল, পবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো ও আশিথা ফার্নান্দো রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।
একাই ৭ উইকেট নিয়ে লঙ্কান ব্যাটিংয়ে ধস নামান প্রোটিয়া পেসার মার্কো জানসেন। শ্রীলঙ্কাকে ৪২ রানে অলআউট করে ১৪৯ রানে লিড পেয়েছে দক্ষিণ আফ্রিকা। বড় লিড নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে স্বাগতিকরা।