অমিত খান পাবনা প্রতিনিধি:- অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে পাবনা, ঈশ্বরদী, আটঘরিয়া, সুজানগর, সাথিয়া, বেড়া, চাটমোহর, আমিনপুর, ফরিদপুর অপারেশন ডেভিল হান্টে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
(২১ফেব্রুয়ারি ) শুক্রবার পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) রেজিনূর রহমান বিষয়টি নিশ্চিত করেন, তিনি বলেন গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে পাবনা সদর উপজেলার সদর থানার মহেন্দ্রপুর আব্দুল হামিদের ছেলে মোঃ মাসুদ রানা মাসুদ ড্রাইভার (৪৩) ঈশ্বরদী দাশুড়িয়া হঠাৎ পাড়া মহল্লার মৃত সাহেব আলীর ছেলে মোঃ মকদম (৫৩) দাশুড়িয়া কারিগরপাড়া মহল্লার মোঃ আমজাদ খানের ছেলে মোঃ লাকিখান (৪৫) দাশুড়িয়া জোদগাজী নবির উদ্দিন প্রামানিকের ছেলে মোঃ মিনহাজ (৪০) প্রামানিক কে গ্রেফতার করেছে, এছাড়া আটঘরিয়া উপজেলার সামপাড়া একদন্ত বাজার মোঃ আব্দুল বারীর ২ ছেলে মোঃ আবু হোরায়রা (২৫) মোঃ খালেক হোসেন (২৩) চাটমোহর থানার নিমাইচড়া মৃত নজের প্রামানিকের ছেলে মোঃ নায়েব আলী (৫৩) ফরিদপুর উপজেলা উত্তর থানাপাড়া মহল্লার মৃতঃ কেসমত খাঁর ছেলে মোহাম্মদ মিন্টু খা (৩৮) ও আজগর আলি প্রামাণিকের ছেলে মোঃ ফুল চাঁদ (৩৮) সাথিয়া সোনাতলা এলাকার মৃত আলা বক্স মিয়ার ছেলে মোঃ রতন মিয়া (২৮), বেড়া উপজেলার সম্ভুপ গ্রামের আফজাল সরদারের ছেলে মোঃ ইমরান হোসেন (২৫) ও মা নিকনগর মৃত হাজী রিয়াজ উদ্দিন ব্যাপারী ছেলে টুকু বেপারী, আমিনপুর থানার টাংবাড়ী সিরাজের ছেলে মোঃ বিজয় (২৬) ও সুজানগর থানার গাবগাছি রওশন মৃধার ছেলে মোঃ আব্দুল মান্নানকে (৫৯) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
জানা যায় আটকৃত নেতারা প্রত্যেকেই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মী।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।