নিজস্ব প্রতিনিধি : আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দিনে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আরও ৫ জন মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তারা গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
তারা হলেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে বিমান বাহিনীর উইং কমান্ডার (অব.) সাহাবুদ্দিন আহম্মদ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে এনএসআইয়ের সাবেক ফিল্ড অফিসার আকবর হোসেন খান, সিইউএফএলের সাবেক এমডি মহসিন উদ্দিন তালুকদার, এনএসআইর সাবেক ডিজি ও ডিজিএফআইয়ের সাবেক ডিরেক্টর মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মেজর (অব.) এম লিয়াকত হোসেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র সুপার আল মামুন জানান, সকালে আকবর হোসেন খান, মহসিন উদ্দিন তালুকদার ও মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীর জামিনের কাগজপত্র কারাগারে পাঠানো হয়। পরে তা যাচাই-বাছাই করে দুপুর পৌনে ৩টার দিকে ওই ৩ জনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জেলার আসাদুর রহমান জানান, আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় মেজর (অব.) এম লিয়াকত হোসেনের জামিনের কাগজপত্র সকালে কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে মেজর (অব.) এম লিয়াকত হোসেনকে বিকেল ৩টার দিকে মুক্তি দেওয়া হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে বিমান বাহিনীর উইং কমান্ডার (অব.) সাহাবুদ্দিন আহম্মদ মুক্তি পেয়েছেন। মুক্তির বিষয়টি কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স-ঢাকা বিভাগ) মো. জাহাঙ্গীর কবির নিশ্চিত করেন।