নিজস্ব প্রতিনিধি : সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদবির ও স্কুলে ভর্তিতে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে সিলেট নগরীর রায়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার যুবক ফাহিম আহমেদ (২০) মৌলভীবাজার জেলার দেওগাঁও এলাকার রফিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিগত সরকারের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রটোকল অফিসারের আত্মীয় পরিচয়ে নানা ধরনের প্রতারণার তথ্যও পেয়েছে পুলিশ।
পুলিশ জানায়, অভিযুক্ত ফাহিম আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলির তদবির ও বিভিন্ন স্কুলে ভর্তিসহ আরও বেশ কিছু সরকারি দপ্তরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয় দিয়ে তদবিরের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে অবহিত করেন তার সাবেক সহকর্মী আবু সুফিয়ান ফারাবী। পরে প্রতারক ফাহিম আহমেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন মুশফিকুল।
প্রতারণার বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন প্রত্যক্ষদর্শী আবু সুফিয়ান ফারাবী। এরই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রতারণার বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ প্রতারক চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।