13.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

স্কুল কমিটির সভাপতি পদ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

print news

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদ নিয়ে উপজেলা বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন।

রোববার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষ স্কুলের বেশ কিছু চেয়ার-টেবিল ভাঙচুর করেছে বলে নিশ্চিত করেন প্রধান শিক্ষক আজিবুর রহমান।

আহতদের মধ্যে দু’জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা হলেন- বিএনপি নেতা মানিক (৪৫) ও রফিকুল ইসলাম (৩৮)।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার আড়পাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় সভাপতি পদের জন্য লিখিতভাবে প্রধান শিক্ষক আজিবুর রহমান বাঘা উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি আবেদন দিয়েছেন। এই আবেদনের প্রেক্ষিতে স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রয়াত ইউপি সদস্য আবুল হোসেন ফোনার সন্তান এবং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রভাষক পলাশ আহাম্মেদ (৫০) প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন জমা দিয়েছেন।

অপর দিকে, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের প্যানেল থেকে আবেদন জমা দেন প্রভাষক ওয়ালিউর রহমান বিকুল (৫০)। এ নিয়ে রোববার সকাল ১১ টার দিকে উভয় পক্ষের মধ্যে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়লে সেটি সংঘর্ষে রূপ নেয়।

আহতদের মধ্যে রয়েছেন তেথুলিয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে জাফর হোসেন (৪০), আড়পাড়া গ্রামের গাজিউর রহমানের ছেলে বাবুল হোসেন (৩৮), একই এলাকার মানিক হোসেনের ছেলে রোহান হোসেন (২৩), মুনসাদ আলীর ছেলে মানিক হোসেন (৪৫), মকবুল হোসেনের ছেলে লিখন হোসেন (২২), হেদাতিপাড়া গ্রামের তফের আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮), আবুল হোসেনের ছেলে এনামুল হক (৩৬), মাঝপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রানা হোসেন (১৮)। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে মানিক (৪৫) ও রফিকুল ইসলামকে (৩৮) উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। যার সত্যতা নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক ডা. সিয়াম হোসেন।

এ বিষয়ে সভাপতি প্রার্থী প্রভাষক আনোয়ার হোসেন পলাশ ও প্রভাষক ওয়ালিউর রহমান বিকুল এর সাথে যোগাযোগ করা হলে তারা একে অপরকে দোষারোপ করে কথা বলেন।

বিএনপি সূত্রে জানা গেছে, চারঘাট-বাঘায় এই মুহূর্তে বিএনপির দুটি গ্রুপ রয়েছে। যারা পৃথক পৃথক ভাবে সভা-সমাবেশ করছেন। এর মধ্যে এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য আবু সাঈদ চাঁদ। অপর পক্ষ নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন উজ্জল।

আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিবর রহমান বলেন, উভয় প্রার্থীর বাড়ি আড়পাড়া গ্রামে। তারা দুজনই বিএনপি’র রাজনীতি করেন। তারা সভাপতি পদের জন্য আমার কাছে আবেদন করেছেন। যাচাই-বাছাই করে যাকে দিয়ে প্রতিষ্ঠান ভালোভাবে পরিচালিত হবে, তাকে সভাপতি নির্বাচন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমার এমনটি কথা হয়েছিল। কিন্তু আজ দুই পক্ষ সংঘাত সৃষ্টি করে বিদ্যালয়ের বেশকিছু চেয়ার-টেবিল ভাঙচুর করেছে।

এ বিষয়ে বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে রোববার বিকেল পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ