অনলাইন ডেস্ক : মরুর দেশ সৌদি আরবে বিরল আবহাওয়া বিরাজ করছে। যেখানে বছরের অধিকাংশ সময় প্রচণ্ড গরম থাকে, সম্প্রতি কিছু অঞ্চলে তাপমাত্রা নেমে গেছে শূন্যের ঘরে। বয়ে যাচ্ছে তীব্র শীত। এরই মধ্যে দেশটিতে বৃষ্টিপাত ও বজ্রপাতের আভাস দেওয়া হলো।
বুধবার (১৮ ডিসেম্বর) সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি এবং জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স সতর্ক করে বলেছে, আগামী শনিবার পর্যন্ত সৌদি আরবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হতে পারে।
কর্তৃপক্ষ জনগণকে বন্যার ঝুঁকিপূর্ণ উপত্যকা এবং নিচু জলাবদ্ধ অঞ্চলগুলো এড়িয়ে চলতে বলেছে। সেই সঙ্গে অফিসিয়াল পোর্টাল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে জারি করা নির্দেশাবলী অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
সৌদির আবহাওয়া অফিস বলছে, মক্কা, মদিনা, বাহা, তাবুক, জুফ, হাইল, উত্তর সীমান্ত ও পূর্বাঞ্চলীয় প্রদেশে বৃষ্টিপাত হতে পারে।
আরও বলা হয়, মক্কা অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং ধুলাবালি ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া রিয়াদ অঞ্চলে হালকা বৃষ্টি ও ধুলাবালি উত্তেজক বাতাস বইতে পারে।
এদিকে, সৌদির উত্তরাঞ্চলে ব্যাপক শীত পড়েছে। কুরাইয়া অঞ্চলে ১ ডিগ্রি, তুরাইফয়ে ০ ডিগ্রি, রাফায় ১ ডিগ্রি, আরায় ২ ডিগ্রি, সাকাকাতে ৩ ডিগ্রি এবং তাবুকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।