নিজস্ব প্রতিনিধি : সিলেটে ৩৪০ বস্তায় ভারতীয় চিনিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা।
রোববার (২৯ ডিসেম্বর) মহানগর পুলিশের বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, সিলেটের এয়ারপোর্ট এলাকার বড়শালা নয়া বাজারের মো. রাসেল মিয়া (৩৩), দক্ষিণ সুরমা উপজেলার মোছারগাওঁয়ের মো. জুবেল আহমদ (২৫) ও শরিয়তপুরের ভেদরগঞ্জের মরন বেপারী (২৩)।
পুলিশ জানায়, শনিবার সকালে সিলেট নগরীর বন্দরবাজারস্থ মশরাফিয়া রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট পরিচালনা করে একটি ট্রাক আটক করা হয়। যেখানে তল্লাশি করে ৩৪০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ১৭ হাজার চিনি পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা। এ সময় ট্রাকটি জব্দ করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।