নিজস্ব প্রতিবেদক : মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ নারী দল। নিগার সুলতানা জ্যোতিরা ঐ ম্যাচে একাধিক রেকর্ডে নাম লিখিয়েছেন। এবার টাইগ্রেসদের পরিকল্পনায় সিরিজ জয়। সেই লক্ষ্যে পেসার মারুফা আক্তার নিয়েছেন গোপন পরিকল্পনা। গতকাল দুই দলের কোনো অনুশীলন ছিল না। দিনের অধিকাংশ সময় বিশ্রাম সেরে ক্রিকেটাররা বিকালে গিয়েছিলেন আয়ারল্যান্ডের কনসালের বাসভবনে।
সেখানে যাওয়ার আগে বিসিবির এক ভিডিও বার্তায় দলীয় পরিকল্পনা জানিয়েছেন মারুফা। বাংলাদেশি পেসার মারুফা বলেছেন, ‘আমরা প্রতিটি ম্যাচ ধরে চিন্তা করছি। প্রথম ম্যাচ অনেক ভালোভাবেই জিতেছি। এখন আমাদের লক্ষ্য দ্বিতীয় ম্যাচ। সেটি জিতলে তৃতীয় ম্যাচ নিয়ে চিন্তা করব। আয়ারল্যান্ড যেহেতু হেরেছে, তাই তারা অনেক ভালোভাবে এবার পরিকল্পনা করে মাঠে নামবে। সেজন্য আমাদের আরও বেশি চিন্তা করতে হবে। তারা কোন কোন দিক থেকে দুর্বল, কোন দিক থেকে ভালো খেলছে, সেদিকে একটু বেশি মনোযোগ দিতে হবে।’