17.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

সালমান-সোমিকে হাতেনাতে ধরে ফেলে সঙ্গীতা, ভেঙে যায় বিয়ে

print news

অনলাইন ডেস্ক : বড় পর্দায় বলিউড ভাইজান সালমান খানের ছবি এলে মুহূর্তে ভরে যায় প্রেক্ষাগৃহ। কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের প্রবল আগ্রহ। ভাইজানের জীবনে এসেছেন বহু নারী। প্রেমের সম্পর্কে জড়ালেও বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়ায়নি সে সম্পর্ক।

যদিও একসময় অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে বিয়ের সকল কথাবার্তা সম্পন্ন হয়ে গিয়েছিল সালমানের। কিন্তু সেখানেও ঘটেছিল ছন্দপতন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীতা। সত্যিই কি তার ও সালমানের বিয়ের কার্ড ছাপা হয়েছিল? প্রশ্ন করা হয় তাকে। সঙ্গীতা জানান, হ্যাঁ। বিয়ের কার্ড ছাপা হয়েছিল আমাদের।

সালমান নিজেও ‘কফি উইথ করণ’-এর এক এপিসোডে স্বীকার করেছিলেন, সঙ্গীতার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু তিনি প্রতারণা করায় সেই বিয়ে ভেঙে যায়।

এই একই বিষয় নিয়ে মুখ খুলেছিলেন সালমানের আর এক প্রাক্তন প্রেমিকা সোমি আলি। যিনি জানান, কেন সঙ্গীতার সঙ্গে অভিনেতার বিয়ে ভেঙে যায়।

সোমি জানান, তাকে ও সালমানকে হাতেনাতে ধরে ফেলেছিলেন সঙ্গীতা বিজলানি। যে কারণেই সালমান-সঙ্গীতার বিয়ে ভেঙেছিল।

সাক্ষাৎকারে সোমিকে প্রশ্ন করা হয়েছিল, ‘সঙ্গীতা আপনার উপর রেগে আছেন কেন? উত্তরে তিনি বলেন, ‘আমার জন্যই তার বিয়ে ভেঙে যায়। বিয়ের কার্ড ছাপা হয়ে গিয়েছিল। ওদের বিয়ের সব ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু আমার বাড়িতেই সঙ্গীতা আমাদের একসঙ্গে হাতেনাতে ধরে ফেলেছিল।’

সম্প্রতি সঙ্গীতা জানিয়েছেন, প্রেমিক হিসাবে সালমানের অধিকারবোধ প্রবল ছিল। বিশেষ কিছু পোশাকের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন অভিনেতা।

সঙ্গীতা ও সোমির পরেও বহু অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সালমান খান। তাদের মধ্যে অন্যতম দু’জন হলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফ। যদিও ক্যাটরিনার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক এখনও বজায় রেখেছেন ভাইজান।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ