13.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

সালমানের বাসায় গুলি, যুক্তরাষ্ট্র থেকে আনমোল বিষ্ণোই গ্রেফতার

print news

অনলাইন ডেস্ক : দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানকে। এমনকি তাঁর বাসার বাইরে গুলি চালিয়েছিলেন দুজন আততায়ী। আর এই গুলি-কাণ্ডের মূল হোতা হিসেবে উঠে এসেছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইয়ের নাম। আনমোলকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ।

জানাগেছে, আনমোল বিষ্ণোইকে যুক্তরাষ্টের ক্যালিফোর্নিয়া থেকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। পুলিশ জানিয়েছে, এখন আনমোল তাদের হেফাজতে আছে। মুম্বাই পুলিশ আনমোলকে দেশে ফিরিয়ে আনার জন্য আবেদনপত্র পাঠিয়েছে বলে আরেক সূত্রে জানা গেছে। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) ঘোষণা করেছিল যে আনমোল বিষ্ণোইয়ের সম্পর্কে যে খবর দেবেন, তাঁকে তারা ১০ লাখ রুপি পুরস্কার স্বরূপ দেবে।

২০২২ সালে এনআইএ আনমোলের বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের করেছিল। ২০২১ সালে জামিনে ছাড়া পেয়েছিলেন আনমোল। এরপর জাল পাসপোর্ট বানিয়ে ভারত থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি।

গত ১৪ এপ্রিলে সাতসকালে বান্দ্রায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি করা হয়েছিল।

এরপর মুম্বাই পুলিশ ভিকি গুপ্ত ও সাগর পাল নামের দুই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছিল। এই দুজন বিহারের বাসিন্দা। এ মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ