নিউজ রাজশাহী ডেস্ক : রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট উপপরিদর্শক (এসআই) ব্যাচের আরো আটজনকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার রাতের ক্লাসে তাদের হাতে অব্যাহাতিপত্র ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে গত ২৯ ডিসেম্বর তাদের কাছে কৈফিয়ত তলব করা হয়েছিল। তাদের বিরুদ্ধে প্রশিক্ষণ মাঠে উচ্চস্বরে হই চই করা এবং দৌড়ানোর বদলে হাঁটার অভিযোগ আনা হয়। এ অভিযোগের জবাব দিতে তাদের তিন দিন সময় দেওয়া হয়। এরপরই তাদের অব্যাহতি দেওয়া হলো। এ বিষয়ে রাতে যোগাযোগের চেষ্টা করা হলেও সরদা পুলিশ একাডেমির সংশ্লিদের সঙ্গে কথা বলা যায়নি। তবে ওই ব্যাচে প্রশিক্ষণরত সূত্র আটজনকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, রাতের ক্লাস চলাকালে আটজনকে অব্যাহতির চিঠি দেওয়া হয়। এরপরই তারা ক্লাস থেকে বেরিয়ে যান। ওই আটজনকে রাতের মধ্যেই একাডেমি থেকে বের হতে বলা হয়েছে।
সূত্র আরও জানায়, আগামী ৯ জানুয়ারি তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে পাসিং আউট হবে বলে তাদের জানানো হয়েছে। যদিও ওই দিন শেষ পর্যন্ত পাসিং আউট হবে কি না তা নিয়ে তারা শঙ্কায় আছেন।
এর আগে গত বছরের ৫ নভেম্বর ৪০তম এসআই ক্যাডেট ব্যাচের এক বছর মেয়াদী প্রশিক্ষণ শুরু হয়। মোট প্রশিক্ষণার্থী ছিলেন ৮২৩ জন। গত ৪ নভেম্বর তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখনও প্রশিক্ষণ সমাপনী কুচাকাওয়াজের আয়োজন করা হয়নি। গত ২৬ নভেম্বর এসআইদের সমাপনী কুচকাওয়াজের জন্য দিন ঠিক করা হলেও পরে স্থগিত করে দেওয়া হয়।
সম্প্রতি তিন দফায় মোট ৩১৩ জন প্রশিক্ষণার্থী এসআইয়ের কাছে ব্যাখা তলবের পর তাদের অব্যাহতি দেওয়া হয়। এরমধ্যে গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন ও ১৮ নভেম্বর ৩ জন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়। সবশেষ বুধবার আটজন অব্যাহতি পেলেন। সবমিলিয়ে এই ব্যাচের ৮২৩ জনের মধ্যে ৩২১ জন ক্যাডেটকে অব্যাহতি দেওয়া হলো।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।