রাবি প্রতিনিধি দুর্জয় : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিরূপ মন্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। রোববার দুপুর আড়াইটার দিকে অনুষদ প্রাঙ্গণে তারা এ কর্মসূচি শুরু করেন, যা পরে ক্যাম্পাসজুড়ে প্রতিবাদ মিছিলে রূপ নেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চারুকলা অনুষদের শিক্ষার্থীদের শিল্পকর্ম ও কার্যক্রম নিয়ে কটূক্তিমূলক মন্তব্য ছড়ানো হয়েছে। এসব মন্তব্য শুধু তাদের ব্যক্তিগত ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করছে না, বরং শিল্প ও সংস্কৃতির প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করছে।
বিক্ষোভকারীরা এসব মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “চারুকলা শুধুমাত্র চিত্রকলা নয়, এটি একটি সৃজনশীল চিন্তার ক্ষেত্র। অথচ কিছু মানুষ শিল্পের মর্ম না বুঝেই আমাদের কাজকে অসম্মানিত করছে।”
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী তামান্না সুলতানা বলেন, “আমরা শিল্পচর্চার মাধ্যমে সমাজকে আলোকিত করতে চাই, অথচ আমাদের কাজকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। এটি আমাদের জন্য অত্যন্ত অপমানজনক।”
শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বিদ্বেষমূলক মন্তব্য ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এবং চারুকলা অনুষদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন মুখপাত্র জানান, “শিক্ষার্থীদের অভিযোগ আমরা গুরুত্ব সহকারে দেখছি। এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবে।”
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা অনুষদের ডিন বরাবর স্মারকলিপি প্রদান করেন এবং এ বিষয়ে দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান।
শিক্ষার্থীদের অভিযোগ, রাতুল নামের একটি ফেসবুক পেজে কালো পাঞ্ছাবি ও টুপি পড়া দাড়িওলা এক ব্যক্তিকে বলতে শোনা যায় আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছি সুট করতে। যেখানে শাহাবাগিদের দেখবো সেখানে কোপাবো ইনশাল্লাহ। এ বাংলার মাটিতে কোন শাহাবাগির ঠায় হবে না।
এর পর ক্যামেরা হাতে তার পাশে থাকা ব্যক্তি বলেন, একটা প্রশ্ন সবার জন্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে নোংড়া জায়গা কোনটা। অপশন এ চারুকলা, অপশন বি চারুকলা, অপশন সি চারুকলা, অপশন ডি সবগুলো। তখন আরেকজন বলে উঠেন অপশন ডি সবগুলো।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।