14.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

সাড়াশি অভিযানে ভারতীয় ৭ চোরাকারবারি গ্রেপ্তার

print news

নিজস্ব প্রতিনিধি : সাড়াশি অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ৭জন ভারতীয় চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের সদস্যরা।

সোমবার (৬ জানুয়ারি) পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুইয়াপানিয়া ও কালিকাপুর, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ফকিরমোড়া এবং গত শনিবার রাতে কসবা উপজেলার সালদানদী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজপ্তিতে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.এম. জাবের বিন জব্বার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তাররা হলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মধুপুর থানার নন্দকুমার পাড়ার মৃত নন্দলাল দেব বার্মার ছেলে দোজন দেব বার্মা (৩৫), একই এলাকার মৃত সচীন্দ্র দেব বার্মার ছেলে তমে দেব বার্মা (৩৩) ও মৃত রবি দেব বার্মার ছেলে বিমল দেব বার্মা (৩৬), ভারতের সিপাহীজলা জেলার মধুপুর থানার মিয়া পাড়ার মৃত আলী মিয়ার ছেলে মো. বাদশা মিয়া (৩০), ভারতের সিপাহীজলা জেলার বক্সনগর থানার নজরপোড়া গ্রামের মো. হোসেন মিয়া (৫৮), সিপাহীজলা জেলার কলমছড়া থানার গৌরাঙ্গলা গ্রামের রাজু আহমেদ (২৬) ও একই এলাকার সোহাগ হাসান (২৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল সাড়ে ১০ টায় কসবা উপজেলার সীমান্তবর্তী কুইয়াপানিয়া এলাকায় অভিযান চালিয়ে দোজন দেব বার্মা, তমে দেব বার্মা ও বিমল দেব বার্মাকে আটক করে বিজিবির সদস্যরা। পরে পৃথক অভিযানে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে মো. বাদশা মিয়া এবং দুপুর সাড়ে ১২টার সময় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী ফকিরমোড়া এলাকায় অভিযান চালিয়ে মো. হোসেন মিয়াকে আটক করা হয়। তাছাড়া গত শনিবার রাতে কসবা উপজেলার সালদানদী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নাগরিক রাজু আহমেদ ও এ সোহাগ হাসানকে গ্রেপ্তার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ভারত থেকে বাংলাদেশে চোরাচালানী পণ্য পাচারে সহায়তা করার জন্য অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। চোরাচালানের সাথে জড়িত থাকার অপরাধ ও অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার ৬ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় এবং ১ জনকে কুমিল্লা জেলার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ