13.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

সাকিব-মোস্তাফিজদের ছাড়া কেমন হলো আইপিএলের ১০ দলের স্কোয়াড

print news

নিউজ রাজশাহী ডেস্ক : ২৪ ও ২৫ তারিখ ছিল আইপিএলের মেগা নিলাম। এই নিলামের আগে প্রত্যেক দলকে নিয়মনুযায়ী ৬ জন করে খেলোয়াড়কে রেখে অন্যান্যদেরকে ছেড়ে দিতে হয়েছে। এরপর মেগা নিলাম থেকে দলগুলো তাদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে।

টানটান উত্তেজনা, নানান হিসাব-নিকাশ শেষে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এই নিলাম থেকে মোট ১৮২ জন খেলোয়াড়কে কেনা হয়েছে। এজন্য দলগুলোকে খরচ করতে হয়েছে মোট ৬৩৯ কোটি ১৫ লাখ রুপি। এবারের নিলামে বাংলাদেশের কোনো খেলোয়াড়কে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল। এছাড়া অবিক্রীত ছিল ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, জনি বেয়ারস্টোর মতো খেলোয়াড়রা।

এক নজরে দেখে নেয়া যাক নিলাম শেষে কেমন হল ১০ ফ্র্যাঞ্চাইজির স্কোয়াড।

কলকাতা নাইট রাইডার্স

রিঙ্কু সিং (রিটেইন), বরুণ চক্রবর্তী (রিটেনশন), আন্দ্রে রাসেল (রিটেনশন), সুনীল নারিন (রিটেনশন), হার্ষিত রানা (রিটেনশন), রামানদীপ সিং (রিটেনশন)।

বেঙ্কটেশ আয়ার,এনরিখ নরকিয়া, কুইন্টন ডি কক, অঙ্গকৃশ রঘুবংশী, স্পেন্সার জনসন, মঈন আলি, রহমানুল্লাহ গুরবাজ, বৈভব আরোরা, রোভম্যান পাওয়েল, উমরান মালিক, মানিশ পাণ্ডে, অনুকূল রায়, লভনীত সিসোদিয়া, মায়াঙ্ক মারকান্ডে।

রাজস্থান রয়্যালস

যশস্বী জয়সওয়াল (রিটেনশন), সঞ্জু স্যামসন (রিটেনশন), ধ্রুব জুরেল (রিটেনশন), রিয়ান পরাগ (রিটেনশন), শিমরন হেটমায়ার (রিটেনশন), সন্দীপ শর্মা (রিটেনশন)।

জফরা আর্চার, তুষার দেশপান্ডে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকসানা, নীতীশ রানা, ফজলহক ফারুকি, কোয়েনা মাফাকা, আকাশ মাধোয়াল, বৈভব সূর্যবংশী, শুভম দুবে, যুধবীর চড়ক, অশোক শর্মা, কুণাল রাঠোর, কুমার কার্তিকেয়।

চেন্নাই সুপার কিংস

রুতুরাজ গায়কওয়াড় (রিটেনশন), রবীন্দ্র জাদেজা (রিটেনশন), মাথিশা পাথিরানা (রিটেনশন), শিভাম দুবে (রিটেনশন), মহেন্দ্র সিং ধোনি (রিটেনশন)।

নুর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন, ডেভন কনওয়ে, খলিল আহমেদ, রাচিন রবীন্দ্র, অংশুল কম্বোজ, রাহুল ত্রিপাঠি, স্যাম কারান, গুরজপনীত সিং, নাথান এলিস, দীপক হুদা, জেমি ওভার্টন, বিজয় শঙ্কর, বংশ বেদী, আন্দ্রে সিদ্ধার্থ, শ্রেয়াশ গোপাল, রামকৃষ্ণ ঘোষ, কমলেশ নাগারকোটি, মুকেশ চৌধরি, শেখ রশিদ।

গুজরাট টাইটান্স

রশিদ খান (রিটেনশন), শুভমন গিল (রিটেনশন), সাই সুদর্শন (রিটেনশন), শাহরুখ খান (রিটেনশন), রাহুল তেওয়াটিয়া (রিটেনশন)।

জস বাটলার, মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাদা, প্রাসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, শেরফানে রাদারফোর্ড, জেরাল্ড কোয়েটজি, গ্লেন ফিলিপস, আর সাই কিশোর, মহীপাল লোমরোর, গুরনুর সিং ব্রার, মোহাম্মদ আরশাদ খান, করিম জানাত, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, কুমার কুশাগ্র, মানব সুতার, অনুজ রাওয়াত, নিশান্ত সিন্ধু।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

বিরাট কোহলি (রিটেনশন), রজত পাতিদার (রিটেনশন), যশ দয়াল (রিটেনশন)।

জশ হ্যাজেলউড, ফিল সল্ট, জিতেশ শর্মা, ভুবনেশ্বর কুমার, লিয়াম লিভিংস্টোন, রাসিখ দার, ক্রুণাল পান্ডিয়া, টিম ডেভিড, জ্যাকব বেথেল, সুয়াশ শর্মা, দেবদূত পাডিক্কাল, নুয়ান থুশারা, রোমারিও শেফার্ড, লুঙ্গি এনগিডি, স্বপ্নিল সিং, মোহিত রাঠি, অভিনন্দন সিং, স্বস্তিক চিকারা, মনোজ ভান্ডাগে।

দিল্লি ক্যাপিটালস

অক্ষর প্যাটেল (রিটেনশন), কুলদীপ যাদব (রিটেনশন), ট্রিস্টান স্টাবস (রিটেনশন), অভিষেক পোড়েল (রিটেনশন)।

লোকেশ রাহুল, মিচেল স্টার্ক, টি নাটরাজন, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, মুকেশ কুমার, হ্যারি ব্রুক, আশুতোষ শর্মা, মোহিত শর্মা, ফাফ ডু প্লেসি, সামির রিজভি, ডোনোভান ফেরেরা, করুণ নায়ার, বিপরাজ নিগম, মাধব তিওয়ারি, ত্রিপুরানা বিজয়, মনবান্ত কুমার, অজয় মণ্ডল, দর্শন নালকান্ডে।

মুম্বাই ইন্ডিয়ান্স

জাসপ্রীত বুমরাহ (রিটেনশন), হার্দিক পান্ডিয়া (রিটেনশন), সূর্যকুমার যাদব (রিটেনশন), রোহিত শর্মা (রিটেনশন), তিলক বর্মা (রিটেনশন)।

ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, উইল জ্যাকস, নামান ধীর, আল্লাহ গজনফর, মিচেল স্যান্টনার, রায়ান রিকেলটন, লিজাড উইলিয়ামস, রিস টপলি, রবিন মিনজ, করণ শর্মা, বিগ্নেশ পুথুর, অর্জুন টেন্ডুলকর, বিভান জন জ্যাকবস, বেঙ্কট সত্যনারায়ণ পেনমেতসা, রাজ অঙ্গদ বাওয়া, কৃষ্ণন সৃজিত, অশ্বনী কুমার।

লখনৌ সুপার জায়ান্টস

নিকোলাস পুরান (রিটেনশন), মায়াঙ্ক যাদব (রিটেনশন), রবি বিষ্ণোই (রিটেনশন), আয়ুষ বাদোনি (রিটেনশন), মহসিন খান (রিটেনশন)।

রিশভ পন্ত, আভেশ খান, আকাশ দীপ, ডেভিড মিলার, আব্দুল সামাদ, মিচেল মার্শ, শাহবাজ আহমেদ, এইডেন মার্করাম, ম্যাথু ব্রিৎজকে, শামার জোসেফ, এম সিদ্ধার্থ, আর্শিন কুলকার্নি, রাজবর্ধন হাঙ্গারগেকর, যুবরাজ চৌধুরি, প্রিন্স যাদব, আকাশ সিংহ, দিগবেশ সিংহ, হিম্মত সিংহ, আরিয়ান জুয়াল।

পাঞ্জাব কিংস

শশাঙ্ক সিং (রিটেনশন), প্রভাসিমরান সিং (রিটেনশন)।

শ্রেয়াশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, আর্শদ্বীপ সিং, মার্কাস স্টোইনিস, মার্কো ইয়ানসেন, নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, প্রিয়াংশ আর্য্য, জশ ইংলিস, আজমাতুল্লাহ ওমরজাই, লকি ফার্গুসন, বিশাখ বিজয়কুমার, যশ ঠাকুর, হরপ্রীত ব্রার, অ্যারন হার্ডি, বিষ্ণু বিনোদ, জেভিয়ার বার্লেট, কুলদীপ সেন, প্রবীণ দুবে, পাইলা অবিনাশ, সূর্যাংশ শেড়গে, মুশির খান, হরনুর পান্নু।

সানরাইজার্স হায়দরাবাদ

হেনরিখ ক্লাসেন (রিটেনশন), প্যাট কামিন্স (রিটেনশন), অভিষেক শর্মা (রিটেনশন), ট্রাভিস হেড (রিটেনশন), নিতীশ রেড্ডি (রিটেনশন)।

ঈশান কিশান, মোহাম্মদ শামি, হার্শাল প্যাটেল, অভিনব মনোহর, রাহুল চাহার, অ্যাডাম জাম্পা, সিমারজিত সিং, এশান মালিঙ্গা, ব্রাইডন কার্স, জয়দেব উনাদকাট, কামিন্দু মেন্ডিস, জিশান আনসারি, সচিন বেবি, অনিকেত ভার্মা, অথর্ব তাইড়ে।

নিউজ রাজশাহী ২৪.

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ