30 C
Rajshahi
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

সাংবাদিক, শিক্ষক ও সুধিজনদের সম্মানে চারঘাট উপজেলা বিএনপির ইফতার মাহফিল

print news

নিজস্ব প্রতিনিধি : চারঘাটে সাংবাদিক, শিক্ষক ও সুধিজনদের সম্মানে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় চারঘাট এমএ হাদ্বী ডিগ্রী কলেজ হলরুমে পৌর বিএনপির সাবেক সভাপতি কাউমদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট-বাঘা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদল সংসদের সহ-সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বল।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবনের সার্বিক পরিচালনায় বিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুরাদ পাশা। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আকবর আলী সরকার, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ওবাইদুল হক মিতুল, চারঘাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জহুর, সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা ছাত্রদল মতলেবুর রহমান,পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলাম-সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শকে যারা ধ্বংস করতে ৫ আগষ্টের পর দখল দারিত্ব ও সন্ত্রাসী কার্যকলাম সৃষ্টি করছে তারা বিএনপির কেউ নয়। বিএনপির নেতাকর্মীরা সব সময় শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে রাজনীতি করে। গত ১৭ বছর স্বৈরশাষক ফ্রসিষ্ট শেখ হাসিনার দোসররায় আজ এমন কর্মকান্ড ঘটিয়ে বিএনপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। তাই কলম সৈনিক সাংবাদিকরা আপনারা আপনাদের মেধা ও বুদ্দিমত্তা দিয়ে সঠিক ঘটনা তুলে ধরবেন।

তিনি বলেন, শেখ হাসিনা বইয়ের পাতা থেকে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়উার রহমানের নাম বর্তমান প্রজন্মের কাছ থেকে দুরে সরিয়ে রাখার চেষ্টা করেছিল। কিন্তু শহীদ জিয়াউর রহমানের এদেশের মাটি ও মানুষের হৃদয়ের স্পন্ধন। ইচ্ছা করলেই শহীদ জিয়ার নাম মছে ফেলা যাবে না। তারণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় বিএনপি আগের তুলনায় অনেক শক্তিশালী। বাংলাদেশের ১৭ কোটি মানুষের মা বেগম খালেদা জিয়া এদেশের মানুষকে ভালোবেসে কারা বরন করলেও দেশ ছেড়ে পালিয়ে যায়নি। স্বৈরশাষক শেখ হাসিার মিথ্যা ফরমায়েসি সাজা ভোগ করেছেন। ইফতার ও দোয়া মাহফিলে নেতকর্মীদের স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ জানিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত কর্মী হিসেবে দেশ ও দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান। দোয়া অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করা হয় এবং বিগত আন্দোলনে বিভিন্ন স্তরের নেতাকর্মী নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ