13.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

সাংবাদিক তুরাব হত্যা মামলায় পুলিশ সদস্য সিনহা ৫ দিনের রিমান্ডে

print news

নিউজ রাজশাহী : গত ১৯ জুলাই সিলেট মহানগরের বন্দরবাজারে কালেক্টরেট মসজিদের পাশে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলায় কনস্টেবল উজ্জ্বল সিনহার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ১৮ নভেম্বর, ২০২৪ইং তারিখ দুপুরে গ্রেফতারকৃত উজ্জ্বল সিনহাকে আদালতে তোলা হলে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মোমেন এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে, রোববার রাতে তুরাব হত্যা মামলার আসামি কনস্টেবল উজ্জ্বল সিনহাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।

আদালত সূত্রে জানা যায়, তুরাব হত্যা মামলার অন্যতম আসামি কনস্টেবল উজ্জ্বল সিনহার ৭ দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিলেটে পুলিশ কমিশনার রেজাউল করিম জানান, গ্রেফতারকৃত পুলিশ কনস্টেবল ডিএমপিতে কর্মরত ছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ