14.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও ছাত্রলীগের নামে অভিযোগ

print news

স্টাফ রিপোর্টারঃ রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম জয় ও ছাত্রলীগ নেতা সাব্বির হোসেনের এবং সাংবাদিকের নামে ভুক্তভোগী ছাত্রদল নেতারা থানায় অভিযোগ করলেন।

গত ১২ ডিসেম্বর অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক পত্রিকায় ছাত্রদল নেতাদের নামে কোনো সত্যতা ও প্রমান ছাড়াই মনগড়া চাঁদাবাজির একটি সংবাদ প্রকাশ করেছে। সংবাদে ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম জয় এবং ছাত্রলীগ নেতা সাব্বির হোসেনের একপাক্ষিক ঘৃণ্য ষড়যন্ত্রমূলক তথ্যের মাধ্যমে ছাত্রদল নেতাদের অভিযুক্ত করে সংবাদ প্রচার করা হয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী জাকির হোসাইন বলেন, জয় এবং সাজু তারা আমার ডিপার্টমেন্টের ছোটভাই এবং একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। জয় সাজুর থেকে কিছু টাকা ধার নিয়েছিল, সাজু সেই টাকা বিভিন্ন সময় চাইলে জয় টাকা দিতে গড়িমসি করে। একপর্যায়ে আমাকে জানালে তারা উভয়েই আমার কাছে আসে এবং আমি বিষয়টা সমাধান করে দেই। যেহেতু জয় টাকা নেওয়ার কথা তখন স্বীকার করে বিধায় সে টাকা সাজুকে ফেরত দেয়। তারপর তারা উভয়েই চলে যায়। পরবর্তীতে জয় (জিয়া হল ছাত্রলীগের সহ সম্পাদক) ডিপার্টমেন্টের ব্যাক্তিগত ইস্যুকে রাজনৈতিক ইস্যু বলে চালিয়ে দেয়। এবিষয়ে সাজু বলেন, এটা চাঁদাবাজির টাকা নয়। আমি আমার বন্ধুর কাছ থেকে টাকা পেতাম, সে টাকা দিতে গড়িমসি করতো। জাকির ভাইকে জানানোর পর তিনি জয়ের স্বীকারোক্তির প্রেক্ষিতেই বিষয়টা সমাধান করে দেন। হয়তো পাওনা টাকা পরিশোধ করেছে সে মন:ক্ষুন্ন হয়ে সে এখন মিথ্যা ও মনগড়া সংবাদ পত্রিকার সাংবাদিকদের মাধ্যমে প্রকাশ করেন। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা তাকবীর আহমেদ ইমন বলেন, এই ঘটনার সাথে আমার সংশ্লিষ্ট থাকার কোনো সুযোগেই নেই। আমি বাসা থেকে হলের দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে রুয়েট সংলগ্ন বাইপাসে জাকির ভাই আমাকে ডাক দেন এবং আমরা চা পান করি। উনার সাথে তার বিভাগের ছেলেরা ছিল, আমি তাদের কেউকেই তেমন চিনতাম না। আমার দুজন একান্তই ব্যাক্তিগতভাবে চা খাই, এবং বিষয়টা তাদের বিভাগের অভ্যন্তরীণ হওয়ায় আমাকে তিনি চলে যেতে বলেন এবং আমি আমার হলে ফিরে আসি। বাকিটা সময় আমি হলে এবং স্টেশনবাজার এলাকায় অবস্থান করি। উক্ত অভিযোগ মিথ্যা, মনগড়া, ভিত্তিহীন এবং এর কোনো সত্যতা না থাকায় ছাত্রদল নেতারা ষড়যন্ত্রকারী ছাত্রলীগ নেতা ও সাংবাদিকদের বিরুদ্ধে মতিহার থানায় পৃথক পৃথক দুটো অভিযোগ দায়ের করেন এবং বাংলাদেশের বিদ্যমান আইনে মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ