14.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

শেখ হাসিনাসহ ১২৬ জনের বিরুদ্ধে আরেকটি মামলা

print news

নিউজ রাজশাহী ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় ইমরান হোসেন নামে এক মাছ ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার আবেদন করা হয়। পরে আদালত বাদীর জবানবন্দি নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে আগামী ১২ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আমির হোসেন আমু, শ. ম. রেজাউল করিম, নজিবুল বশর মাইজভান্ডারী, আলহাজ মশিউর রহমান মোল্লা সজল, হারুনুর রশিদ মুন্না, মনিরুল ইসলাম মুন প্রমুখ। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় গত ১৮ জুলাই বিকেল ৩টার দিকে গুলিবিদ্ধ হন ইমরান হোসেন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি মামলাটি করেন। আসামিদের নির্দেশেই তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ