14.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

শিবগঞ্জ সমিতির এজিএম ও মিলনমেলা অনুষ্ঠিত

print news

নিজস্ব প্রতিনিধি : নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার বার্ষিক সাধারণ সভা ও মিলনমেলা। এলাকার মাটি ও হৃদয়ের টানে রাজধানী ঢাকায় বসবাসরত শিবগঞ্জের প্রায় তিন শতাধিক বিভিন্ন পেশাজীবী মানুষ একত্রিত হয়ে। ঢাকার অদূরে শহরের কোলাহলমুক্ত এলাকা গ্রিন ভিলা মধু সিটি যেন পরিণত হয়েছিল একখণ্ড শিবগঞ্জে।

দিনব্যাপী আয়োজনের মধ্যে সকালের নাস্তা খেয়ে গ্রামের ঐতিহ্যবাহী খেলাধুলা, ছোটদের দৌড় প্রতিযোগিতা, বড়দের হাড়ি ভাঙ্গা, মেয়েদের বালিশ খেলা, প্রবীণদের দড়ি টানাটানি ও ঝুড়িতে বল নিক্ষেপ খেলা অনুষ্ঠিত হয়। দুপুরের খাবার শেষে গ্রামের স্মৃতিচারণ অনুষ্ঠানে সমিতির সভাপতি ড কাজী মোঃ ইমদাদুল হকের সভাপতিত্বে সাকিল উদ্দিন ও রোকসানা হায়দারের যৌথ সঞ্চালনায় শিবগঞ্জ উপজেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে “গৌরবদীপ্ত পুন্ডের উত্তরসূরলরী শিবগঞ্জ” নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. এ জেড এম মাইদুল ইসলাম। তিনি বক্তব্যের শুরুতেই সমিতির প্রধান পৃষ্ঠপোষক ডা. রেজাউল করিম সান্নার মৃত্যুতে শোকপ্রস্তাব উপস্থাপন করেন। আরও বক্তব্য রাখেন মাহামুদুর রহমান মান্না, শাখাওয়াত হোসেন টুটুল, রফিকুল ইসলাম, হাসেমুজ্জামান, অ্যাড মশিহুর রহমান, ব্রিগে নাসিমুল গনি, এস কে সাহা, তানভির রেজা, অ্যাড শফিকুল ইসলাম টুকু, অ্যাড আব্দুল বাসেদ, কোষাধক্ষ্য মো. মিজানুর রহমান, আব্দুল আলিম।

আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বৃহত্তর বগুড়া জেলা সমিতি ঢাকা’ আহবায়ক – সাইফুল ইসলাম মুকুল সদস্য সচিব, তৌহিদুল ইসলাম টিটু, ঢাকাস্থ সারিয়াকান্দি সমিতির সভাপতি সাধারণ সম্পাদক, বগুড়া প্রফেশনাল ক্লাবের ফাউন্ডার মুঞ্জরুল করিম, রেজভি আহমেদ, মাসুদুর রহমান। পরে পাঁচজনকে স্ব-স্ব কর্মক্ষেত্রে কৃতিত্ব অর্জন করায় সমিতির পক্ষ থেকে বিশেষ গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ