14.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

শিক্ষিকাকে শ্রেণিকক্ষে মারধর, ভর্তি হাসপাতালে

print news

নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে নলুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে মারধর করেছেন একই বিদ্যালয়ের শিক্ষিকার স্বামী মোশারফ হোসেন মারুফ। ঘটনার পর আহত শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস (৩৫) তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি রয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার নলুয়াকান্দি সরকারি বিদ্যালয় এ ঘটনা ঘটে।

জান্নাতুল ফেরদৌস নলুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

ভুক্তভোগী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের বলেন, ‘সকালে বিদ্যালয়ের ক্লাস নেওয়ার সময় আমার সহকর্মী আসমা খাতুনের স্বামী মোশারফ হোসেন আসেন। তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি আমাকে মারধর করেন। এ সময় আমার মাথায় আঘাত লেগে রক্ত ঝরতে থাকে। আমার চিৎকারে বিদ্যালয়ের অন্য শিক্ষকরা এগিয়ে এলে মোশারফ দ্রুত বিদ্যালয় থেকে বের হয়ে যায়।’

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক বলেন, ‘স্কুল চলাকালীন স্কুলের ভিতরে ঢুকে একজন সহকারী শিক্ষিকার গায়ে হাত তোলা ও মারধর করা হয়েছে। এটি খুবই দুঃখজনক একটি ঘটনা। আমরা বিষয়টি বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষা অফিসে জানাব।’

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, জান্নাতুল ফেরদৌস নামে এক সহকারী শিক্ষিকা মারধরের ঘটনায় থানায় এসে অভিযোগ করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ঘটনা সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ