নিজস্ব প্রতিনিধি : রাজশাহী নগরীর উপশহরে সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাসার পাশে এক শিক্ষার্থীকে জিম্মি করে চাঁদা দাবির সময় চার যুবককে আটক করেছে পুলিশ সদস্যরা। জানা গেছে ভুক্তভোগী শিক্ষার্থী ফাহিম হোসেন জীম কে ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে জিম্মি করে চাঁদা দাবীর সময় ৪ জন যুবককে কে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে ছাত্রদল।
মহানগর ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি ও মহানগর ছাত্রদলের সদস্য সাদকাতুর রহমান জিদান এর নেতৃত্বে তাদের আটক করা হয়। এসময় তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী বলে পরিচয় দেয়ার চেষ্টা করে বলে জানা গেছে।
ভুয়া সমন্বয়কারীরা হলেন ,শাহাদাত হোসেন, পিতা: নাম শীশ মোহাম্মদ,বাসা কানসাট, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। বর্তমানে রাজশাহী নগরীর উপশহর হুজুর মেসে থাকেন। আকাশ হোসেন, পিতা তোজাম্মেল হোসেন,ঠিকানা : কানাইখালী নাটোর গ্রেটার রোড। জাহিদুল ইসলাম,পিতা মোঃ সাইফুল ইসলাম,ঠিকানা নাটোর সদর গ্রেটার রোড,রাইফুল রাহিম, পিতা লোকমান, ঠিকানা নাটোর সদর গ্রেটার রোড।
এ বিষয়ে বোয়ালিয়া থানারওসি মেহেদি মাসুদ জানান,এখনো কিছু জানা সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।