
নিজস্ব প্রতিনিধি : বলিউড তারকা সাইফ আলি খান ও তার স্ত্রী কারিনা কাপুরের মুম্বাইয়ের বাড়িতে হামলা হয়েছে। গত মধ্যরাতে ধরালো অস্ত্র দিয়ে তাকে একাধিকবার আঘাত করে এক ব্যক্তি। হাসপাতালে নিয়ে করতে হয়েছে অস্ত্রোপচার। এবার এই গোটা বিষয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশঙ্কা প্রকাশ করলেন শাহরুখ খান এবং সলমন খানের জীবন নিয়ে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা। তিনি বলেন, শাহরুখ ও সলমানকেও থ্রেট দেওয়া হচ্ছে। সইফ আলির ঘটনাও দুর্ভাগ্যজনক। মহারাষ্ট্র সরকার যথাযথ ব্যবস্থা নিক।
এছাড়া ঘটনার পর সোশাল মিডিয়ায়ও এক পোস্টে উদ্বেগ প্রকাশ করে মমতা লিখেছেন, জনপ্রিয় অভিনেতা সইফ আলি খানের উপর হামলার খবর শুনে ভীষণ উদ্বিগ্ন। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। আমার বিশ্বাস, আইন আইনের পথে হাঁটবে। যে বা যারা এই কাণ্ড ঘটিয়েছে, শাস্তি পাবে। এই কঠিন সময়ে শর্মিলাদি, করিনা কাপুর এবং তাদের গোটা পরিবারের জন্য প্রার্থনা করছি।
তদন্তকারী এক সিনিয়র অফিসারের বরাতে হিন্দুস্তান টাইমস বলছে, সইফ আলি খানের বাড়ির এক পরিচারিকা এলিমা ফিলিপস ওরফে লিমা সেই মুহূর্তে বাড়িতে ছিলেন। তিনিই প্রথম আততায়ীকে দেখতে পান ওই ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করছিল। তিনি তাকে থামানোর চেষ্টা করেন।
এরপর তার সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায় সেই ব্যক্তির। ঘটনাচক্রে এলিমা হাতে আঘাত পান। তার চিৎকার-চেঁচামেচি শুনে তখন সেখানে দৌড়ে যান সইফ আলি খান। এরপরই সইফ আলি খানের সঙ্গে সেই ব্যক্তির হাতাহাতি শুরু হয়।
সেই ব্যক্তির হাতে ধারাল কিছু অস্ত্র ছিল। সেটা দিয়েই তিনি অভিনেতার উপর আক্রমণ চালান। এরপর রক্তাক্ত অভিনেতাকে মধ্যরাতে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।